স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : আগরতলা পুর নিগমের উদ্যোগে তফশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন, বাদ্যযন্ত্র ও পাম্প মেশিন প্রদান করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সোমবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রত্না দত্ত সহ অন্যান্যরা।
এইদিন মোট ১৩০ জন সুবিধাভোগীকে সেলাই মেশিন, বাদ্যযন্ত্র ও পাম্প মেশিন প্রদান করা হয়। পুর নিগমের মেয়র দীপক মজুমদার এক সাক্ষাৎকারে জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় আগরতলা পুর নিগমের উদ্যোগে তফসিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন, বাদ্যযন্ত্র ও পাম্প মেশিন বিতরণ করা হয়। যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে।