স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : গত ৮ মার্চ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারের আনুষ্ঠানিক সূচনা করছে প্রদেশ বিজেপি। আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে গোটা রাজ্যের নির্বাচনী প্রচারের সূচনা হয়।
রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটির নির্বাচনী প্রচারে আনুষ্ঠানিক সূচনা করলেন সদর শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্যী। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেন তিনি নিজে। তিনি জানান, সদর জেলা বিজেপি -র মোট সাতটি মন্ডল রয়েছে। ৭৫ টি বক্স দেওয়া হবে সাতটি মন্ডলে। এ বক্সের মাধ্যমে জনমত সংগ্রহ করা হবে। অর্থাৎ নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ভীষণ ডকুমেন্ট তৈরি হবে, সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে সাধারণ মানুষের পক্ষ থেকে বলে জানান তিনি।