স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : ত্রিপুরাতে দুটি লোকসভা আসন রয়েছে, পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসন। এবার কি রকম ভোটে জিতবে বলে মনে হয় ? প্রার্থীকে কত হাজার ভোটে জয়ী করবেন ? মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই প্রশ্নগুলি করলেন মহিলা ভোটারদের উদ্দেশ্যে।
এই প্রশ্নের উত্তরে মহিলা ভোটাররা বললেন হিসেব নেই! পাল্টা মুখ্যমন্ত্রী বললেন হিসেব নেই, জেতাতে তো হবেই। বিগত লোকসভা নির্বাচনে যত ভোটে প্রার্থীকে জয়ী করেছিলেন তার তিনগুণ বেশি ভোটে এবার প্রার্থীকে জয়ী করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করতে হবে। তাহলেই মহিলাদের হাত শক্তিশালী হবে। বুধবার রাজধানীর রামনগর এক নম্বর রোড স্থিত নারী শক্তি বন্দন কার্যক্রমে প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের পর দলীয় ভোটারদের এভাবেই লক্ষ্য মাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডল কতৃক আয়োজিত শক্তি বন্দন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার বিষয়ে বক্তব্য রেখে বলেন, নারীদের সুরক্ষার জন্য স্মার্ট সিটিতে ক্যামেরা লাগানো হয়েছে। যাতে বর্তমান সরকারের আমলে কোন মেয়ে রাস্তায় বের হয়ে নিরাপত্তার অভাবে না ভুগে। নারীদের সুরক্ষার জন্য এ সরকার সব রকম ব্যবস্থার দিকে জোর দিচ্ছে।
এবং কোন ধরনের নারী নির্যাতন হলে যাতে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করেছে সরকার। রাজ্যের আটটি জেলায় নয়টি মহিলা থানা স্থাপন করা হয়েছে। এই থানাগুলি মহিলা পুলিশ দ্বারা পরিচালিত হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, আত্মসামাজিক উন্নয়ন না হলে মেয়েরা কোনদিনই দাঁড়াতে পারবে না। তার জন্য মহিলা স্ব-সহায়ক দল কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আগে রাজ্যে মাত্র চার হাজার স্ব-সহায়ক দল ছিল। বর্তমানে বেড়ে হয়েছে ৫১,৪৩১ টি মহিলা স্ব-সহায়ক দল রয়েছে। মুখ্যমন্ত্রীর নিজ এলাকায় ২৫৮ টি মহিলা স্ব-সহায়ক দল রয়েছে। অনুষ্ঠান শেষে ১৬ নং ওয়ার্ডের মহিলা স্ব-সহায়ক দলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।