Saturday, March 15, 2025
বাড়িরাজ্যপাট্টা বিতরণের জন্য জেলা শাসকের উদ্দেশ্যে জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন

পাট্টা বিতরণের জন্য জেলা শাসকের উদ্দেশ্যে জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : ৯ নং বনমালীপুর কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরিব অংশের মানুষের বসবাস। বিগত সরকারের আমলে তাদের পাট্টা বিতরণ করা হয়েছিল। পরবর্তী সময় আর কাউকে খাসের জায়গায় পাট্টা বিতরণ করা হয়নি। কিছুদিন পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই এলাকা পরিদর্শনে গেলে ওনার কাছে এলাকাবাসী আবেদন করেন এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য।

বুধবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকটে এক ডেপুটেশন প্রদান করা হয়। দাবি জানানো হয় বঞ্চিত গরীব মানুষদের পাট্টা বিতরণ করার জন্য। এলাকার নেতৃত্ব অমল চক্রবর্তী সাথে ছিলেন স্থানীয় বঞ্চিত গরীব পরিবারগুলি। অমল চক্রবর্তী আরো জানান, বঞ্চিত পরিবারদের নাম সহ যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে জেলা শাসকের উদ্দেশ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য