Thursday, October 10, 2024
বাড়িরাজ্যনাবালিকার বেআইনী বিয়ে আটকে দিল প্রশাসন

নাবালিকার বেআইনী বিয়ে আটকে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : খোয়াইয়ে নাবালিকার বেআইনী বিয়ে আটকে দিল জেলার চাইল্ড প্রোডাকশন ইউনিট। পরে নাবালিকাকে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ঘটনা সোমবার খোয়াই থানাধীন পূর্বগণকী এলাকায়। বিশ্বস্ত সূত্রে খবরের ভিত্তিতে এদিন জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা খোয়াইয়ের পূর্বগণকী এলাকায় নাবালিকা মেয়েটির বাড়িতে যায়।

নাবালিকার বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলে খবরের সততা সম্পর্কে নিশ্চিত হন চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন। তখনই নাবালিকা মেয়েটি সহ বাড়ীর লোকজনদের সাথে আলোচনায় চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা তাদের এই মর্মে বুঝাতে সক্ষম হয়। আঠারো বছর বয়স হওয়ার আগে কোন নাবালিকার বিয়ে দেওয়া নিয়মনীতির নির্দেশিকা অনুসারে মোটেই আইনসিদ্ধ নয়। এরপরেই নাবালিকা মেয়েটির বিয়ে বাতিল করে দেয় সংশ্লিষ্ট পরিবারের লোকজনেরা। চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন নাবালিকা মেয়েটিকে বাড়ী থেকে জেলা সমাজ কল্যান ও সমাজ শিক্ষা কার্য্যালয়ে নিয়ে এসে তাকে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেন। এদিনের অভিযানে ছিলেন জেলা সমাজ কল্যান ও সমাজ শিক্ষা বিভাগের উপ অধিকর্তা সুজিত দাস, মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর যোপেশ দেববর্মা ও খোয়াই মহিলা থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য