Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যগাঁজা সহ আটক পাঁচ

গাঁজা সহ আটক পাঁচ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ :  রবিবার গাঁজা সহ বিহারের চার মহিলা ও এক যুবক আটক করে বাগবাসা থানার পুলিশ। জানা গেছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বাগবাসা পুলিশের নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় AS 10 C 6426 নম্বরের একটি যাত্রীবাহী বাস আসার পর গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে কর্তব্যরত পুলিশ। আর তল্লাশি চালিয়ে সন্দেহজনক ভাবে চার মহিলা সহ এক যুবককে থানায় নিয়ে আসে। পরে তল্লাশি করে বাইশ প্যাকেটে মোট কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

যার কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। তিনি জানান, ধৃতরা যথাক্রমে মিনা দেবী, সাকিলা দেবী, বিভা দেবী, পূজা দেবী ও রাজিব প্রসাদ। সকলের বাড়ি বিহারের পাটনা ও মুজাফ্ফর জেলায়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, রাজধানী আগরতলা থেকে গাঁজা নিয়ে প্রথমে ট্রেনে করে ধর্মনগরে আসে। পরে ধর্মনগর আইএসবিটি থেকে বাসে করে অসমের শিলচরের উদ্দেশ্য রওনা হয়েছিল। তারপর শিলচর থেকে ট্রেনে করে বিহারে যাবার কথা ছিল। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে ২/২৪ নম্বরে ভারতীয় দন্ডবিধীর ০৮/(সি)/২০(বি)(এন)(সি)/২৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য