Monday, January 13, 2025
বাড়িরাজ্যলোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের বৈঠক

লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : শাসকের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু তুলে ধরে লোকসভা নির্বাচনে জনগণের কাছে পৌঁছাতে চাইছে প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ৬ মার্চ আগরতলা টাউন হলে প্রদেশ কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এইদিন দলের জেলা ও ব্লকস্তরের সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের নিচু স্তরের কর্মীদের মতামত নেওয়া হবে বলে জানান তিনি। তবে ইতিমধ্যে দলে ভাঙ্গা ঘরের খেলায় মেতেছে কর্মী সমর্থকরা। বহু কর্মী দল ছেড়ে যেমন চলে গেছে, তেমনি দলে যোগদান করছে অনেক কর্মী সমর্থক থেকে শুরু করে বহু নেতৃত্ব। কিন্তু সময়োপযোগী সিদ্ধান্তের কারণে কংগ্রেস চরম দুর্বলতায় বর্তমানে অবস্থান করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। কারণ দলের লোক দলের নেতৃত্বকে ভালো বলছে না। গোষ্ঠী কোন্দল চলছে দলের অন্দরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য