স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : বিভিন্ন সমস্যায় জর্জরিত দৃষ্টিহীনরা। তাই ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন ২০১৬ অনুযায়ী দৃষ্টিহীন প্রতিবন্ধী কর্মীদের জন্য বসার ঘর, ডেস্ক এবং টয়লেটের অ্যাক্সেস যোগ্যতা নিশ্চিত করা, দৃষ্টিহীন প্রতিবন্ধী শিল্পীদের দপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ প্রদান সহ মোট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশান প্রদান করা হয়। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশানের এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের ৭ দফা দাবি গুলি তুলে ধরেন।