স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : বুধবার পশু প্রতিপালনের উপর রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে পশু প্রতিপালনের উপর বিভিন্ন নিয়ম কানুন সহ বিস্তারিত অবগত করা হয়।
ত্রিপুরা ভেটেনারি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলায় একটি করে গৌশালা স্থাপন করার জন্য উদ্যোগ গত বিধানসভা অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ রাজ্যের দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলায় গৌশালা থাকলেও বাকি পাঁচটি জেলায় গোশালা নেই।
তাই আগামী ৬ মাসের মধ্যে এই গোশালা স্থাপন করা হবে। বিশেষ করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলকে নিতে হবে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, শুধু গবাদি পশু বিতরণ করলেই দায়িত্ব শেষ নয়। এগুলি সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা এবং এর স্বাস্থ্য ভালো রয়েছে কিনা সেদিকেও নজর দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। পাশাপাশি যারা পশু পালন করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি আরো বেশি করতে হবে।