Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিজ্ঞানের উন্নতির ফলে ভারতবর্ষ একটা অন্য জায়গায় পৌঁছে গেছে : প্রণজিৎ

বিজ্ঞানের উন্নতির ফলে ভারতবর্ষ একটা অন্য জায়গায় পৌঁছে গেছে : প্রণজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : একটা সময় ছিল বিদেশ থেকে প্রযুক্তিকে ভারতে আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে সময়ের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের উন্নতির ফলে ভারতবর্ষ একটা অন্য জায়গায় পৌঁছে গেছে বলে বুধবার রাজধানীর সুকান্ত একাডেমীতে অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে বুধবার পালন করা হল বিজ্ঞান দিবস।

 এইদিন বিজ্ঞান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ড. কে শশিকুমার সহ অন্যান্যরা। এইদিন গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী বিজ্ঞান দিবসের অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল। কিন্তু তিনি জরুরি কাজে দিল্লি চলে যাওয়ার কারনে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে বিজ্ঞান জড়িত। বিজ্ঞানকে বাদ দিয়ে এক কদম এগিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। ১৯৮৭ সালে ভারত সরকার ২৮ ফেব্রুয়ারি দিনটিকে বিজ্ঞান দিবস হিসাবে পালন করার ঘোষণা দেয়। তারপর থেকে ২৮ ফেব্রুয়ারি দিনটি বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। অনুষ্ঠান শেষে এইদিন সুকান্ত একাডেমীর সামনে থেকে এক সচেতনতা মূলক শোভাযাত্রাটি সংগঠিত করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। শোভাযাত্রাতে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য