স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বি.এস.এফ ও গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলা। ঘটনা মঙ্গলবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মতিনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে দুইজন বিএসএফ জওয়ান এবং তিন জন গ্রামবাসী আহত হয়েছে। তবে যে গাঁজা পাচারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, সেই গাঁজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় বিএসএফ।
আহতরা হল সাজেদা বেগম, বয়স ৬০ বছর, ফিরোজা বেগম, বয়স ৫২ বছর, রবিউল আওয়াল, বয়স ২৬ বছর এবং আসিফ উদ্দিন, বয়স ১৭ বছর। এলাকার এক মহিলা জানান মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় চিৎকার চেঁচামেচি শুনে ওনারা ঘর থেকে বের হন।
কিন্তু তখন কোন কিছু দেখতে পান নি। পরে ওনারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। রাতের বেলায় ওনার ছেলে ঘর থেকে প্রাকৃতিক কাজ সারতে বের হয়। তখন ফের একবার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে দেখতে পান ওনার ছেলেকে মারধর করছে বিএসএফ জওয়ানরা। তখন এগিয়ে যায় বাড়ির মহিলারা। মহিলাদের উপরও বিএসএফ জওয়ানরা আক্রমণ চালিয়েছে বলে জানান তিনি।