স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : দিন দুপুরে সিপাহীজলা নৌকাঘাট স্থিত বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ছুরি দেখিয়ে স্কুটি চালকের কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ নিত্য বাজার থেকে মঙ্গলবার আগরতলা আসার পথে
ওয়ানরপী মলসম নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে নৌকাঘাট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ করতে যায়। সেখান থেকে এসে স্কুটিতে উঠার সময় ডাকাতের দল নম্বর বিহীন একটি বাইক দিয়ে এসে ছুরি দেখিয়ে স্কুটি চালকের টাকার ব্যাগ নিয়ে চলে যায়। আতঙ্কিত হয়ে পড়ে স্কুটি চালক। পরবর্তী সময় খবর পেয়ে স্কুটি চালকের ভাই ঘটনাস্থলে এসে বিশালগড় থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দিন দুপুরে জাতীয় সড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এর আগেও বহুবার এলাকায় বাইক চুরির ঘটনা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েনের কোন লক্ষ্য বিশালগড় থানার পুলিশের।