স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : মঙ্গলবার সকাল থেকে বটরসি এলাকায় এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে। ঘটনায় আহত হয়েছে ৬ জন। তাদের ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, বটরসি এলাকায় আব্দুল মালিকের বাড়িতে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ভাড়া থাকেন। সেই এলাকার এক চায়ের দোকানে সোমবার সকালে চা খেতে যায় পাঁচজন পরিযায়ী শ্রমিক।
চা খাওয়ার সময় স্থানীয় এক যুবক এসে চায়ের দোকানের মহিলার সাথে কথা বলার সময় পরিযায়ী শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এলাকাবাসীর সাথে হাতাহাতি হয় পরিযায়ী শ্রমিকদের। ঘটনায় আহত হয় পাঁচজন পরিযায়ী শ্রমিক সহ একজন এলাকাবাসী। আহতরা হলো মোহাম্মদ শাহরুখ খান, মোহাম্মদ ওসমান, আব্দুল্লাহ, আসিফ মিয়া সহ ছয় জন। তারা বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যেসব পরিযায়ী শ্রমিকরা আহত হয়েছে তারা আসাম উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ যায়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। জেলা পুলিশ সুপার জানান একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও টি এস আর বাহিনী।