স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বুধবার প্রথম বারের ন্যায় আগরতলা পুর নিগমের কাউন্সিলার ও মেয়র ইন কাউন্সিলারদেরকে নিয়ে আলোচনা সভা করেন নিগমের মেয়র দীপক মজুমদার। আলোচনা সভার পর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা।
রাজধানীর সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিগমের মেয়র দীপক মজুমদার জানান এই প্রথম আগরতলা পুর নিগমের কাউন্সিলারদের নিয়ে আলোচনা সভা করা হচ্ছে। আলোচনা সভায় কাউন্সিলাররা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা গুলি নিয়ে আলোচনা করেন। নিজেদের এলাকায় কি কি উন্নয়ন মূলক কাজ চলছে সেই বিষয়েও সভায় তুলে ধরেন কাউন্সিলাররা। পাশাপাশি আগামিদিনে কি কি উন্নয়ন মূলক কাজ হাতে নেওয়া হবে সেই বিষয়েও সভায় আলোচনা হয়। এক প্রশ্নের জবাব দিতে গিয়ে নিগমের মেয়র স্পষ্ট জানান নিগম এলাকার উন্নয়ন মূলক কাজে কোন ধরনের বাধা বরদাস্ত করা হবে না। তবে কিছু কিছু ব্যক্তি উন্নয়ন মূলক কাজে বাধা দানের চেষ্টা করছে। অবৈধ ভাবে রাস্তার পাশে যে সকল হকার সরকারী জায়গা দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তবে কোন বৈধ হকারকে উচ্ছেদ করা হচ্ছে না। যারাই ট্রেড লাইসেন্স-এর জন্য আবেদন করছে তাদেরকে লাইসেন্স প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরবাসিকে ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যে আগরতলা পুর নিগম কাজ করে যাচ্ছে।