স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : শিয়রে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীর যক্ষ্মা নিবারণী হলে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা।
এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান এইদিন অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হবে। এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামিদিনে আন্দোলন সংগঠিত করা হবে। রাজ্যের বর্তমান সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রাখা হয়েছে বলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি।