স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : রেল লাইনের পাশ থেকে বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয়, উধাও মৃত হাতির দাঁত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডি.এম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণের জানা যায়, তেলিয়ামুড়া মহকুমায় বন্য দাঁতাল হাতির সমস্যা নতুন নয়। এরই মধ্যে শনিবার সকালে এক বন্য দাতাল হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামুড়ার ডি.এম পাড়ার রেললাইন সংলগ্ন এলাকা থেকে। তবে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে। কারন মৃত হাতির একটি দাত রহস্য জনক ভাবে গায়েব হয়ে গেছে। ধরনা করা হচ্ছে রেলের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়েছে। কিন্তু এ ধারণাকে এড়িয়ে আবার অনেকে অন্য ধরনের কিছু ভাবছে। কারণ হাতির দাত উধাও। কিন্তু প্রশ্ন হচ্ছে হাতির দাত কে নিয়ে গেছে। বন দপ্তরের এক কর্মী জানান তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির একটি দাঁত খুজে পান নি। তবে হাতির দাঁতের দাম কয়েক লক্ষ টাকা। দাঁত খুঁজে বের করতে পারবে কিনা সেটাই প্রশ্ন।