স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : বিহারে পাচারের সময় মালবাহী অটো থেকে গাঁজা আটক হলো চুরাইবাড়িতে। রাজ্যের চুরাইবাড়ি চেকপোষ্ট অতিক্রম করে আসামে প্রবেশ করার পর আসাম পুলিশের হাতে ধরা পড়ে এই মালবাহী অটো বোঝাই গাঁজা।
একটি প্লাস্টিক সামগ্রী বোঝাই গাড়িতে করে এই গাঁজা পাচার করা হচ্ছিল। বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর সঙ্গে অভিনব কায়দায় এই গাজা গুলো মজুদ করে রাখা হয়েছিল। মোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার কালোবাজারি মূল্য হবে কম করেও ৫ লক্ষাধিক টাকা। গাড়ির মালিক তথা চালককে আটক করেছে পুলিশ। তার নাম বলদেব রায়। বাড়ি বিহারের আঙ্গুরায়। গাড়ির নম্বর TR 01 V 1873 ।