স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : অবৈধ ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশকারী ৩ জন বাংলাদেশী আটক হয় পুলিশ হাতে। মঙ্গলবার রাতে তাদের উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে জি আর পি। এই তিন জনের মধ্যে ২ জন মহিলা ও একটি শিশু রয়েছে।
দুই মহিলার নাম যথাক্রমে সালমা বেগম(২৩) এবং তাহিরা বেগম(৪২)। তাদের বাড়ী বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলী গ্রামে। এদিন রাতেই জিআরপি তাদের ধর্মনগর থানার হাতে হস্তান্তর করে। ধর্মনগর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত করে দেখা হচ্ছে তারা কি কারণে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। তবে ভারতে অনুপ্রবেশ সীমান্ত ভেঙে প্রতিনিয়ত চলেছে। প্রশাসনের কঠোর নজরদারির অভাবে চলছে অনুপ্রবেশ।