স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : সোমবার রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে থানাস্তরের মোট ১৭ জনকে রদবদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ থানা। ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে থানাস্তরের এই রদ বদল। রাজধানীর পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জিকে বিশালগড় থানার ওসি করা হয়েছে। পরিবর্তে পূর্ব থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে জিআরপি থানার ওসি সঞ্জীব সেনকে।
পশ্চিম থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে -কে সোনামুড়া থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে সোনামুড়া থানার ওসি পরিতোষ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম থানার ওসি হিসেবে। সিধাই থানার ওসি রাজু ভৌমিককে আগরতলা ট্রাফিক ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। আগরতলা ট্রাফিক ইউনিট থেকে এস কান্ত বর্ধনকে দায়িত্ব দেওয়া হয়েছে সিধাই থানার ওসি হিসেবে। তেলিয়ামুড়া থানার ওসি অজিত দেববর্মাকে চাম্পাহওয়ার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মাকে উত্তর জেলার এস পি অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া লেফুঙা, লেম্বুছড়া, কাকড়াবন, তৈদু, ছৈল্যাংটা, মনু বনকুল, চাম্পাহাওর সহ বিভিন্ন থানার ওসিদের রদ বদল করা হয়। পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জনের স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার।