স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : পূর্বাগ ক্লাবের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ধলেশ্বর স্থিত ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের অত্যন্ত প্রশংসা করেন।
তিনি বলেন ক্লাবগুলি তারা পরিবর্তনের বাতাবরণ সৃষ্টি হয়েছে। বর্তমানে সামাজিক কর্মসূচি অর্থাৎ রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। করোনা অতিমারির সময় তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। যার ফলে বিগত দিনগুলির মতো ক্লাবগুলোর মধ্যে এখন আর শক্তির প্রতিযোগিতা নেই। বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সমাজের সুষ্ঠু পরিবেশের বাতাবরণ সৃষ্টি করতে বড় ভূমিকা পালন করছে। এমনটাই জানান রাজীব ভট্টাচার্য। পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ আয়োজিত শিবিরে অংশ নেওয়া অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদাতাদের সাথে কথা বলে অতিথিরা প্রশংসা করেন। এভাবে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আহ্বান জানান তারা। শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।