স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে আবারো ১৬ পরিবারের ৪৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলের যোগদান করেন। রবিবার দুপুর বারোটার নাগাদ আর কে পুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরমোকাম এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এলাকার কাউন্সিলার বিকাশ দাস, কাউন্সিলর বুল্টি দাস সহ অন্যান্যরা। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করার পর রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন, তিনি বলেন, ৪০০ -র অধিক আসন নিয়ে আবারো ভারতীয় জনতা পার্টি দেশে সরকার গঠন করবে বলে দাবি করেন অর্থমন্ত্রী।