স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : সিপাহীজলা জেলার জম্পুইজলা মহকুমার নিবাসী এক এন.এল.এফ.টি জঙ্গি আত্মসমর্পণ করে
। শুক্রবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ির ১২২ নং বিএসএফ ব্যাটেলিয়ানের কাছে আত্মসমর্পণ করে সদ্য যোগদান করা বি এম গোষ্ঠীর এন.এল.এফ.টি -র জঙ্গি চানাকুলু দেব্বর্মা। শনিবার তাকে তুলে দেওয়া হয় রইস্যাবাড়ি থানায়।