Sunday, September 8, 2024
বাড়িরাজ্যচতুর্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের আয়োজন

চতুর্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি :  পদার্থ বিজ্ঞান বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটি অন্যতম সেরা বিভাগ। ভারত সরকারের ইন্ডিয়ান রিসোর্স ইনফর্মেশন নেটওয়ার্ক সিস্টেমের তথ্য অনুসারে পদার্থ বিজ্ঞান বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। সময়ের সাথে সঙ্গতি রেখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ মেটেরিয়ালস সাইন্স-এর উপর চতুর্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মশালা। এই সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রাসিন। দেশ বিদেশের ৩৭৫ জন বিজ্ঞানী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মশালার বিষয়ে বিস্তারিত জানান কর্মশালা আয়োজক কমিটির কনভেনার সৈয়দ আরসাদ হোসেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য