Monday, February 10, 2025
বাড়িরাজ্য৬ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন

৬ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : সমগ্র শিক্ষা শিক্ষকদের মতো মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রদান করা, মৃত মাদ্রাসা শিক্ষকদের পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা প্রদান করা, মাদ্রাসা শিক্ষকদের শূন্যপদ অবিলম্বে পূরণ করা সহ ছয় দফা দাবিতে বুধবার অল ত্রিপুরা মাদ্রাসা টির্চাস এসোসিয়েশনের সদর সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে ইনস্পেক্টর অফ স্কুলের সদর বিভাগে ডেপুটেশন প্রদান করা হয়।

মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল দেবব্রত মজুমদারের কাছে দাবি সনদ তুলে দেন। ডেপুটেশনের সংগঠনের সদর মহকুমা কমিটির সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান জানান তাদের সমগ্র শিক্ষা শিক্ষকদের মতো সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘ সময় ধরে তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। প্রত্যন্ত এলাকায় শিক্ষা প্রদান করে চলেছেন মাদ্রাসার শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষকরা সংখ্যালঘুদের শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব পালন করে চলেছে। তাই এই গণ ডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ডেপুটেশনের এদিন জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য