স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: হোটেল মালিকের উপস্থিতিতে হোটেল থেকে মালিকের মোবাইল চুরি করে নিয়ে গেল এক চোর। ঘটনা শনিবার দুপুরে সোনামুড়ার এক হোটেলে। হোটেল মালিক জানান হোটেলে কর্মচারী কম থাকার কারনে তিনি ক্যাশ বাক্সের উপর ২২ হাজার টাকা দামের মোবাইলটি রেখে লোকজনদের খাবার দিতে যান। সেই সময় এক যুবক হোটেলে খাবার খেতে আসে।
ঐ যুবক বেসিনে গিয়ে ধুয়ে আসে। তারপর টিসু পেপার হাতে নেয় হাত মোছার জন্য। দোকান মালিক ব্যস্ত থাকার সুযোগ নিয়ে সে ক্যাশ বাক্সের উপর রাখা মোবাইলটি নিয়ে চম্পট দেয়। হোটেলে থাকা সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পরে। হোটেল মালিক জানান সিসি ক্যামেরার ফুটেজ দেখে কোন ব্যক্তি যদি ওনার মোবাইলটি উদ্ধার করে এনে দিতে পারে, তাহলে তাকে তিনি পুরুস্কার প্রদান করবেন।