Monday, February 10, 2025
বাড়িরাজ্যভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী, মন্ত্রী মুখ থেকে বের...

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী, মন্ত্রী মুখ থেকে বের হলো না তদন্তের আশ্বাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি :  ভুল চিকিৎসার কারণে আবারো অকালে মৃত্যু হলো এক তরুণী গৃহবধূর বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি মৃতের পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের হিসেব দিলেন সংবাদমাধ্যমকে।

ঘটনার বিবরনে জানা যায়, সাব্রুম মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরার সহধর্মীনি জুলি ত্রিপুরা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সেখানে জুলি ত্রিপুরার শারিরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জুলি ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন। জানা যায় জুলি ত্রিপুরার হিমোগ্লোবিন কম হওয়াতে জুলি ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত দেওয়া হয়। পরবর্তী সময় জুলি ত্রিপুরা কিছুটা সুস্থ হয়ে উঠে।

পরবর্তী সময় পুনরায় শারিরিক অবস্থার অবনতির জন্য মৃত্যুর মুখে ঢলে পড়ে সদ্যজাত শিশুর মা। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে চিকিৎসার গাফিলতির জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়। মৃত সদ্যজাত মহিলার ভাই জানান, শিশু এবং মা দুজনই সুস্থ ছিল।

এমনকি শিশুর মা তার শিশুর ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে শিশুটির মার মৃত্যু হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। কারণ ইনজেকশন দেওয়ার পরই শ্বাসকষ্ট অনুভব করে মৃত্যু হয় জুলি নামে তরুণী গৃহবধূর। এবং যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগটি তুলেছেন তিনি হলেন কৌশিক মহাজন। মৃতের পরিবারের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য।মন্ত্রী জানান বর্তমান সরকারের আমলে সমস্ত জেলায় চিকিৎসা পরিষেবা ব্যাপক উন্নয়ন হয়েছে। যার মধ্যে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবারও উন্নয়ন হয়েছে। মন্ত্রী জানান আজকের সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায় সদ্যজাত শিশুর মা রক্ত স্বল্পতায় ভোগছিল। অপরদিকে রক্তক্ষরন বন্ধ না হওয়াতে শারীরিক অসুস্থতার জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য