Sunday, February 16, 2025
বাড়িরাজ্যযুবককে ক্ষতবিক্ষত করে শরীরে লবণ-মরিচ ছিটিয়ে দিল দুর্বৃত্তরা

যুবককে ক্ষতবিক্ষত করে শরীরে লবণ-মরিচ ছিটিয়ে দিল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি :  মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে এক যুবককে ক্ষতবিক্ষত করে শরীরে লবণ-মরিচ লাগিয়ে হাসপাতাল পাঠালো দুর্বৃত্ত বাহিনী। ঘটনা ধর্মনগরের বি.বি.আই কমপ্লেক্সের স্টেডিয়ামে। ঘটনার বিবরণে জানা যায়, আক্রান্ত যুবক সাগর শুক্ল বৈদ্যের বাড়ি চন্দ্রপুর আপনজন ক্লাব সংলগ্নে, কিন্তু ভাড়া থাকে পাড়ার সিরাম সরণীতে। নয়া পাড়ার মনসা বাড়ি সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার সকালে কৌশিক ও অভি নামে দুই যুবক ৪০-৫০ জনকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে এসে তার উপর আক্রমণ চালায়। বাঁশ দিয়ে মারধর করার পর যেসব জায়গা কেটে গেছে সেসব জায়গায় লবন-মরিচ লাগিয়ে দেয়। পরে এলাকাবাসী ধর্মনগর থানায় খবর দেয়। পুলিশ এসে ক্ষতবিক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সাগর ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সাগর এই ঘটনার জন্য মেয়ে সংক্রান্ত বিষয় বলে স্বীকার করলেও পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য