স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : আবারো আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা। এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় তিনজন। এই ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ, মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় আসাম – আগরতলা জাতীয় সড়কে TR 05 D 1671 নম্বরের একটি লরি এবং TR 01 B 2768 নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে এবং এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে থাকা মোট তিনজন যাত্রী। এই যান দুর্ঘটনায় আহতরা হলেন বুলু দেববর্মা, বর্নালি দেববর্মা এবং পূজা দেববর্মা। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়, আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনা সম্পর্কে বিস্তারিত কোন কারণ জানা যায়নি, তবে অনুমান দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।