Friday, February 7, 2025
বাড়িরাজ্যএম পি ডব্লিউ নিয়োগ করার দাবিতে ডেপুটেশন

এম পি ডব্লিউ নিয়োগ করার দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : ৫০০ জন এম পি ডব্লিউ নিয়োগ করার দাবিতে স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বেকার যুবক যুবতীরা। তাদের দাবি অবিলম্বে নিয়োগ করার জন্য। বেকার যুবক যুবতীদের বক্তব্য, এম পি ডব্লিউ দের নিয়োগ দীর্ঘদিন ধরেই রাজ্যের বন্ধ হয়ে আছে। বহুবার স্বাস্থ্য দপ্তরে এসে দাবি জানানো হলেও কোন কাজে হচ্ছে না।

 তাই আজকে পুনরায় স্বাস্থ্য দপ্তরে এসে ডেপুটেশন জানাতে বাধ্য হয়েছে। কিন্তু দীর্ঘ ছয় বছরের অধিক সময় ধরে কেন স্বাস্থ্য দপ্তর এম পি ডব্লিউ পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রেখেছে তা জানা নেই তাদের। কিন্তু এম বি ডব্লিউ পদের জন্য রাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকারের সংখ্যা প্রায় ১২০০-১৩০০ জন রয়েছে। দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে শুধুমাত্র আশ্বাস মিলছে। ২০১৭ সালে ৭৯১ জনের শূন্যপদ বের হয়েছিল। সরকার বদলানোর পর সেই সোনা পদ গুলির নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। এর জন্যই আজকের এই ডেপুটেশন বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য