Saturday, July 27, 2024
বাড়িরাজ্যস্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। আর এই রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর আহ্বান দেশের বিভিন্ন মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার। এরই অঙ্গ হিসেবে ১৪ই জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান। চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। এবং স্বচ্ছ ভারত অভিযানের অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 সোমবার সকালে মেলারমাঠ কালীবাড়িতে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য বিজেপি কারযকর্তা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। এবং সেদিন অর্থাৎ ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করবেন বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য