Friday, February 7, 2025
বাড়িরাজ্যদেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি :  নিজ বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী আট নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথ বাড়ি এলাকায় দেওয়ালে পদ্মফুল চিহ্ন রং তুলি দিয়ে আঁকেন। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটি লোকসভার প্রচার।

লোকসভা নির্বাচনেকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের মধ্যে রয়েছে এই দেওয়াল লিখন। পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে পুনরায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লক্ষ্য ৪০৪ আসন, কিন্তু তিনি অভিমত ব্যক্ত করে বলেন, ৪৫০ আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। পুনরায় দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এদিন। তবে বলা যায় এখন পর্যন্ত লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যে বিরোধীদের কোন কর্মসূচি দেখা যায়নি। বিরোধীদের পিছু ফেলে এগিয়ে রয়েছে শাসক দল শিবির। তবে জনতা জনার্দন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য