স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : খোয়াইয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুটি স্থানে সড়ক অবরোধ করল তিপ্রামথা ছাত্র সংগঠনের সদস্যরা।
তাদের অভিযোগ, গত ছয় জানুয়ারি খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের লিটন দেববর্মা নামে এক ছাত্রকে পরীক্ষা চলাকালীন সময়ে শারীরিক নিগৃহীত করে এ ভি বি পি ছাত্র সংগঠনের কয়েকজন। তাই দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে এদিন সকাল সাতটা থেকে খোয়াইয়ের বাইজাল বাড়ি ও বাচাইবাড়ী এলাকায় সড়ক অবরোধের শামিল টিআইএসএফ ছাত্র সংগঠন। এদিকে বিধানসভায় এর গুরুত্ব পেয়েছে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।