স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :কাজের দাবি এবং নেশা মুক্ত সমাজের দাবিতে বৃহস্পতিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও পথ সভা সংগঠিত করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর মহাকুমা কমিটি। আগরতলার মোটরস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় মোটরস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে হয় পথসভা।
উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব সহ অন্যান্যরা। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব জানান, রাজ্যের বেকাররা কাজ পাচ্ছে না। সরকারি চাকুরীর দরজা বন্ধ। বেকাররা হতাশ হচ্ছে। সরকার পরিকল্পিত ভাবে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতিদের অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছে। সমগ্র রাজ্যকে নেশার মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। সমগ্র রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অলি গলিতে ছেয়ে যাচ্ছে নেশায় রমরমা। এর থেকে উত্তোরন করতে হবে যুবসমাজকে। তাই কাজের দাবি এবং নেশা মুক্ত সমাজের দাবিতে রাস্তায় নেমেছে বাম যুবরা।