স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি :পরিবহন শ্রমিকদের উপর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনাজনিত অমানবিক বিল ন্যায় সংহিতা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সি.আই.টি.ইউ অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করে আগরতলা শহরে। রাজধানীর অফিসলেনস্থিত সিআইটিইউ অফিসের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল।
আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি নাগেরজলা এলাকার গিয়ে শেষ হয়। সেখানে হয় পথ সভা। পথ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। অমল চক্রবর্তী জানান সমগ্র দেশ উত্তাল। বিজেপি সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে নতুন ন্যায় সংহিতা নামে বিল পাশ করিয়ে নেয়। এটা সম্পূর্ণভাবে দানবীয় সিদ্ধান্ত। এইটা পরিবহন শ্রমিকদের জন্য একটা অমানবিক সিদ্ধান্ত। এই আইনের ফলে পরিবহন শ্রমিকদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আইন প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিকরা ইতিমধ্যে রাস্তায় নামতে শুরু করেছে। এবং গোটা দেশ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এবং বিকালের স্বৈরাচারী নীতি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজকের কর্মসূচি বলে জানান তিনি। এ কর্মসূচি থেকে আরও দাবি তোলা হয়েছে গাড়ি চালকদের সুরক্ষার জন্য ব্যবস্থা করতে হবে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।