স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : শুক্রবার দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় বাজার কলকাতার এক নতুন শোরুমের আনুষ্ঠানিক সূচনা হয়। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের হাত ধরে এই নতুন শোরুম এর উদ্বোধন হয় এদিন। বিধায়ক সুরজিৎ দত্ত এদিন এই নতুন শোরুমটি খুলে দেখেন।
পুরুষ এবং মহিলাদের জন্য নিত্যনতুন কালেকশন রয়েছে এখানে। এক পদাধিকারী জানিয়েছেন এই দিনটা বাজার কলকাতার জন্য একটা বড়দিন। ত্রিপুরায় ক্রেতাদের কাছ থেকে তারা দারুন সমর্থন এবং উৎসাহ পেয়েছে। এটা তাদের চতুর্থ শোরুম। আর আগরতলা শহরের মধ্যে এটা তৃতীয় শোরুম। শহরবাসীকে বাজার কলকাতা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এদিন।