স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দুই দল ছাত্র-র মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের কৈলাশহর থানায়।
জানা যায় বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কোন একটি বিষয়কে কেন্দ্র করে দুই দল ছাত্র-র মধ্যে ঝামেলা শুরু হয়। পরবর্তী সময় দুই দল ছাত্র-র মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে গুরুতরভাবে আহত হয় প্রীতম আচার্য নামে এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাশহর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।
এই ঘটনার পর এক দল ছাত্র কৈলাশহর থানায় গিয়ে মহিলা পুলিশের উপর আক্রমণ চালায়। পরে কৈলাশহর থানার পুলিশ কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেফতার করে। ধৃতরা বর্তমানে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে। এইদিকে আহত ছাত্র প্রীতম আচার্য কৈলাশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কৈলাশহর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য বিরাজ করছে গোটা কৈলাশহর জুড়ে।