স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : কিছু কিছু এলাকায় প্রতিকূলতা থাকলেও সীমান্ত রক্ষায় খুব ভালোভাবেই কাজ করছে সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানরা। বৃহস্পতিবার সোনামুড়া সীমান্ত পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর মহা নির্দেশক নীতিন আগরওয়াল। তার সফর সঙ্গী ছিলেন অতিরিক্ত মহা নির্দেশক ইস্টার্ন কমান্ড সোনালী মিশ্র।
বৃহস্পতিবার সোনামুড়ার দুর্গাপুর সীমান্তের ডুগাড়া এলাকা পরিদর্শন করেন রাজ্যে সফররত বিএসএফের মহা নির্দেশক নীতিন আগারওয়াল ও অতিরিক্ত মহা নির্দেশক ইস্টার্ন কমান্ড সোনালী মিশ্র। এই এলাকায় বর্তমানে সিঙ্গেল লাইন কাটাতারের বেড়ার কাজ চলছে। বিএসএফের মহা নির্দেশক জানিয়েছেন সীমান্ত অতিক্রম করে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশকারী যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে এর জন্য সদা সতর্ক রয়েছে বিএসএফ। মানব পাচারের অভিযোগে এনআইএ ত্রিপুরা থেকে বেশ কয়েকজনকে ধর পাকর করে নিয়ে গেছে।
এ বিষয়ে অবশ্য কোনরকম মন্তব্য করতে চাননি বিএসএফের মহা নির্দেশক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এনএলএফটির সন্ত্রাসবাদী পুলিশের জালে ধরা পড়লেও বিএসএফের মহা নির্দেশক জানিয়েছেন এই রাজ্যে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ নেই। সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পুরোপুরি হয়ে গেলে অপরাধ সংক্রান্ত বিষয় এবং পাচার বাণিজ্য হ্রাস পাবে।