স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : ধর্ষণকাণ্ডে জড়িত প্রাক্তন চেয়ারম্যান তথা CPI(M) লোকাল কমিটির অন্যতম সদস্য অন্যাকুমার ত্রিপুরা বয়স প্রায় ৬১ বছর!
ঘটনার বিবরণে জানা যায় ডিসেম্বর সোমবার সন্ধ্যা নাগাদ সাবরুম থানাতে একটি ধর্ষণকাণ্ডের মামলা লিপিবদ্ধ হয়। ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার রুপাইছড়ি ব্লক অন্তর্গত কেন্তামনি পাড়ার বাসিন্দা বিকলাঙ্গ মেয়েকে নিয়ে গরিবর্তের সাথে লড়াই করে বসবাস করছেন।
এই অবস্থায় গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যার সময় বিকলাঙ্গ মেয়েটি বাড়ির পাশে স্কুল মাঠে গেলে একই পাড়ার বাসিন্দা সিপিআইএম বনকুল লোক্যাল কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন BC চেয়ারম্যান অন্যাকুমার ত্রিপুরা বয়স প্রায় ৬১ বছর সে ওই বিকলাঙ্গ মেয়েটিকে বিভিন্ন কথা বলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে মেয়েটি জানায়, এবং এই ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন ওই পাষণ্ড সিপিআইএম নেতা, এমতাবস্থায় বিকলাঙ্গ মেয়েটির মা বিকলাঙ্গ মেয়েটির শারীরিক অবস্থার অবনতি দেখে এলাকার কিছু লোককে চুপিসারে আজ দুপুরে ঘটনাটি জানায় এবং এলাকার এই সমস্ত লোকের সাহায্যার্থে গতকাল অর্থাৎ ১৮ই ডিসেম্বর বিকেল বেলায় বনকুল কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে আসে।
হেল্থ সেন্টার এর কর্তব্যরত চিকিৎসক ড: কাপলাইতি ত্রিপুরা পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার কিছু সত্যতা সাংবাদিকদের জানান,, এরপরেই ধর্ষণকাণ্ডের আসামী অন্য কুমার ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পরিবারের লোকজন সাব্রুম থানায়। এই মামলা হাতে পেয়ে সাবরুম থানার পুলিশ এর দায়িত্বপ্রাপ্ত ওসি অপু দে অন্যকুমার ত্রিপুরা কে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে সাবরুম থানার পুলিশ একটি মামলা হাতে নিয়েছে যার কেস নাম্বার 71 আন্ডার সেকশন৩৪১,৩৭৬ আই পি সি ধারায় মামলা রুজি করা হয়েছে এবং আজ অভিযুক্তকে সাবরুম আদালতে প্রেরণ করা হবে।