স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : দেশী মদের কাউন্টার খোলার প্রতিবাদে সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর। কদমতলা থানাধীন সরলা রাস্তার পয়েন্ট ত্রিমুখা এলাকায় সড়ক অবরোধে সামিল হয় এলাকার লোকজন। এইদিন সকাল ৯ টা থেকে কদমতলা-রানীবাড়ী সড়ক অবরোধ করে এলাকার প্রমিলা বাহিনী। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। এলাকার মহিলারা জানান ওনাদের এলাকা বর্তমানে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে।
কিন্তু দেখা যাচ্ছে এলাকার একটি ঘর নির্মাণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরছেন এই ঘরে দেশি মদের কাউন্টার খোলা হবে। এই দেশি মদের কাউন্টার খোলা হলে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট হবে। তাই ওনারা এলাকায় দেশি মদের কাউন্টার মেনে নিতে পারছেন না। তারই প্রতিবাদে ওনারা সড়ক অবরোধে সামিল হয়েছেন। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। অবশেষে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়।