স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : স্বনির্ভর হতে হলে কৃষির বিকল্প নেই। রাজ্য কৃষিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির রাজ্য সম্মেলনে একথা বললেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় একদিনের এই সম্মেলন।
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন। উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান দপ্তরের অধিকর্তা ফনীভূষণ জমাতিয়া, সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস, সমিতির সভাপতি রাজীব ঘোষ সহ অন্যরা।সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠার আগে ২০১৭-১৮ সালে রাজ্যের উন্নয়নে প্রাথমিক ক্ষেত্রের অবদান ছিল ৩০ শতাংশ।
বিজেপি সরকার আসার পর ধীরে ধীরে বেড়ে বর্তমানে তা ৪৭ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা হল আত্মনির্ভর। বর্তমান সরকারের স্লোগান ঘরে ঘরে রোজগার। বর্তমান সরকার আসার আগে স্ব- সহায়ক দলের সংখ্যা ছিল ৩৯ হাজার। আর এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ লাখ ৬২ হাজার। রতন লাল নাথ এদিন বলেন, ভারতের উত্থান অনেকে সহ্য করতে পারছে না। ভারত যেভাবে এগুচ্ছে একে আটকানোর জন্য বিরাট চক্রান্ত চলছে। এদিকে এদিনের সম্মেলনে ৮ জন প্রগতিশীল কৃষককে সম্বর্ধনা দেওয়া হয়।