স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : বুধবার অটো গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা যাত্রীর। ঘটনা রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত মহিলার নাম রাখি সিংহ রায়। বয়স ৩৯। ঘটনায় গুরুতর আহত হয় অটো চালক সুবীর সাহা এবং মৃত গৃহবধূর দেবর অজয় বসাক। তাদের বাড়ি রামঠাকুর সংঘ এলাকায়। ঘটনায় বিবরণে জানা যায় বুধবার অটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনজন।
জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।