স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : শনিবার চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এদিন আদালতে নিষ্পত্তির জন্য তোলা হয় ১৬,৯৮৮ টি মামলা। জানান রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যা সচিব ঝুমা দত্ত চৌধুরী ।
তিনি আরও জানান, হাইকোর্ট ছাড়াও সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে জাতীয় লোক আদালতের বেঞ্চ বসে। সব মিলিয়ে ৬৭ টি বেঞ্চ বসে। এদিন জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৫,২২৭ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৪০৬ টি, ভোক্তা আদালত সংক্রান্ত ০৪ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১০,৮৯০ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৩২ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) ১২৮ টি মামলা , অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৮৫ টি মামলা এবং কর্মচারীদের বিষয় সংক্রান্ত ১৬টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়। তিনি জানান, গত ৪ ডিসেম্বর, ২০২৩ ইং থেকে লোক আদালত সংক্রান্ত মামলাগুলির পূর্ব বোঝাপড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। যা শনিবার চুড়ান্ত নিষ্পত্তির জন্য আদালতে উঠে।