স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : চোরের থাবা কমলাসাগর বিধানসভার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুহনী স্থিত গুরু গৌরক্ষনাথ গো শালা আশ্রমে। শুক্রবার গভীর রাতে চোরের দল গুরু গৌরক্ষনাথ গো শালা আশ্রমে প্রবেশ করে আশ্রম থেকে দুইটি গবাদি পশু চুরি করে নিয়ে যায়। আশ্রমে লাগানো সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ে।
শনিবার আশ্রম কর্তৃপক্ষ বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে। আশ্রমের সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়া হয় থানায়। আশ্রমের এক সন্ত জানান শুক্রবার রাতে আশ্রম থেকে দুইটি গাভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। বিস্তারিত ঘটনা জানিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা।