স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম কর্তৃক শারীরিক নিগৃহীত মুহুরী চিকিৎসাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। মুহুরীকে কোন ধরনের সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ ডি সি এম -এর বিরুদ্ধে। জানা যায়, ৩০ নভেম্বর তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে ডিসিএম সৌরভ দাসের হাতে নির্যাতনের শিকার হয় এক মুহুরি।
ডিসিএম সৌরভ দাস মহকুমা শাসকের সামনে ঐ মুহুরির যৌনাঙ্গে আঘাত করে। এতে আহত হয় এই মুহুরি বলে অভিযোগ। বর্তমানে আহত মুহুরি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায় ঘটনার পর তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে মুহুড়িরা সম্মিলিত ভাবে কর্ম বিরতিতে সামিল হয়েছিল। পরবর্তী সময় চাপে পরে মহকুমা শাসকের কক্ষে ক্ষমা চেয়ে সাময়িক মিমাংসার ব্যবস্থা করা হয়। এতে মুহুরীরা সন্তস্ট হয়নি। মুহুরীদের দাবি ছিল অভিযুক্ত ডিসিএম-এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে। এদিকে আহত মুহুরি ঘটনার পর ব্যক্তিগত ভাবে ডাক্তার দেখান। কিন্তু সম্প্রতি ঐ মুহুরির শারীরিক অবস্থার অবনতি ঘটে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই মুহুরি। এইদিকে তেলিয়ামুড়ার মুহুরীরা সম্মিলিত ভাবে জানান তাদের পক্ষ থেকে অভিযুক্ত ডিসিএম সৌরভ দাসের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।