স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : দয়ারাম পাড়া খৌমচাক পার্কের গভীর জঙ্গলে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার স্কুটি শুক্রবার দুপুরে, বর্তমানে টাকারজলা থানা পুলিশের হেফাজতে রয়েছে উদ্ধার স্কুটি, জানাযায় খৌমচাক পার্কের গভীর জঙ্গলে পরিত্যক্ত জায়গায় TR03J5046 নাম্বারে একই স্কুটি পড়ে থাকতে থেকে এলাকার জনজাতি পরিবারের লোকেরা দ্রুত খবর দেয় টাকারজলা থানায়।
দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে টাকার জলা থানার পুলিশ গভীর জঙ্গলে পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা উদ্ধার করে নিয়ে যায় থানায় তবে এলাকার জনজাতি পরিবার লোকেদের অনেকের বক্তব্য স্কুটিটি কোথাও থেকে চুরি করে এনেছে এবং পুলিশের ভয়ে এই গভীর জঙ্গলে ফেলেছে আবার অনেকের বক্তব্য মালিক কে খুন করে স্কুটি গভীর জঙ্গলে ফেলে দেয় চোরের দল। খৌমচাক পার্কে স্কুটির উদ্ধারের ঘটনায় খবর ছড়িয়ে পড়তে এলাকার সমস্ত জনজাতি পরিবারের লোকেরা জোড় হতে থাকে খৌমচাক পার্কে। উক্ত ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে টাকার জলা থানা পুলিশ। পাশাপাশি স্কুটির মালিক কে সরাসরি টাকারজলা থানায় এসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন পুলিশ