Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যশিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর। শিক্ষকের দাবীতে স্কুলে তালা লাগিয়ে পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুড়াসিং পাড়ায় নিশিকুমার মুড়াসিংপাড়া দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে ইংরেজি, এডুকেশন ও ইতিহাস এই তিনটি বিষয়ে শিক্ষক সল্পতা রয়েছে।  ২০২৩ সালে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন, ২০১৮  সালে এই বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন ও ২০২০ সালে এই বিদ্যালয়ের এডুকেশন বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন। 

 এই তিনটি বিষয়ের শিক্ষকের এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মারা যাওয়ার পর বিদ্যালয়ে নতুনকরে শিক্ষক দেওয়া হয়নি।  বর্তমানসময়ে বিদ্যালয়ে ২৩২ জন ছাত্র ছাত্রী রয়েছে। এই তিনটি বিষয়ের শিক্ষক নাথাকার কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিশেষ অসুবিধার সন্মখিন হতেহচ্ছে।  অবশেষে বুধবার শিক্ষকের দাবীতে বিদ্যালয়ে শিক্ষকদের তালাবন্ধীকরে এলাকার যাতায়তের রাস্তায় অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। অবরোধের খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এক ডিসিএম, উনার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ছাত্র ছাত্রীরা। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য