Sunday, January 19, 2025
বাড়িরাজ্যবিধানসভা ও সচিবালয়ের প্রবেশ পথে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তি স্থাপন

বিধানসভা ও সচিবালয়ের প্রবেশ পথে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তি স্থাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : জনগণের জন্য বিধানসভার ভেতরে বিভিন্ন কাজকর্ম হয়। পাশাপাশি জনগণের স্বার্থে বিভিন্ন বিল নিয়ে আসা হয় বিধানসভা অধিবেশনে। এবং সমস্ত উন্নয়নের পরিকল্পনা এই বিধানসভা থেকেই হয়। তাই বিধানসভা এবং সচিবালয়ের প্রবেশ পথে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তি স্থাপন করে উনার প্রয়াণ দিবসে উন্মোচন করা হয়েছে। এ মর্মর মূর্তি দেখে যখন মন্ত্রী, বিধায়ক ও সরকারি কর্মচারীরা বিধানসভা ও সচিবালয়ে দায়িত্ব পালন করতে যাবে তখন কাজে প্রতি আরো বেশি উৎসাহিত হবেন।

বুধবার ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে বিধানসভার প্রবেশপথে মর্মর মূর্তির উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বলেন বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি আরো বলেন, ডঃ বি আর আম্বেদকরের দেখানো দিশায় যদি একটি কাজও করা যায়, তাহলে নিজেদের যেমন ধন্য মনে করা হবে, তেমনি সমাজ শক্তিশালী হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ঘাত প্রতিঘাতের মধ্যে ডঃ বি আর আম্বেদকরের জীবন।

তিনি একটি ইনস্টিটিউশন। উনার সম্পর্কে জানার চেষ্টা করলে শেষ হবে না। ডঃ বি আর আম্বেদকরের কাজকর্ম আজকের দিনেও প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী আরো বলেন, পশ্চাৎ অংশের মানুষের জন্য বর্তমান সরকার যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। মুখ্যমন্ত্রীর বলেন, দেশের প্রথম আইন মন্ত্রী ছিলেন ডঃ বি আর আম্বেদকরের। ১৯৪৭ সাল থেকে তিনি আইনমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য আধিকারিকরা। সকলে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য