স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে বুধবার মহিলা কংগ্রেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পৌরহিত্য করেন। তিনি জানান, মহিলাদের উপর যে বঞ্চনা এবং নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে আগামী দিনে মহিলা কংগ্রেস আন্দোলন গড়ে তুলবে।
মহিলাদের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন আশীষ কুমার সাহা। এর পাশাপাশি আগামী দিন যাতে কংগ্রেসের কর্মসূচি গুলি সফল রূপ পায় তার জন্য বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে আগামী দিনে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরের কথা রয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের কাছ থেকে জানার পর কবে নাগাদ তিনি রাজ্যে আসবেন সে বিষয়ে জানানো হবে বলে জানান। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।