স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : বিদ্যুতের ছোবলে মর্মান্তিক মৃত্যু এক গৃহবধূর। মৃতার নাম প্রিয়ঙ্কা দাস। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বিলোনিয়ার সাতমূড়া এসসি কলোনি এলাকায়। জানা যায় ঘটনার সময় বাড়িতে মৃতার দিব্যাঙ্গন ৫ বছরের শিশু ছাড়া আরও কেউই ছিল না। মৃতার স্বামী সুব্রত দেব কাজ থেকে রাতের বেলা বাড়িতে এসে দেখতে পায় স্ত্রী প্রিয়ংকা মাটিতে পড়ে রয়েছে।
সাথে সাথে সে পাড়া প্রতিবেশী ও দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা প্রিয়াঙ্কা দাসকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর প্রিয়াঙ্কা দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। এইদিকে ঘটনার খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে মেয়ের মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মৃতার মা। মৃতার মা জানান নিজ বাড়িতে জলের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় প্রিয়াঙ্কা দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।