স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : যতনবাড়ি থেকে করবুক মহকুমার বৈরাগী দোকান এলাকায় শনিবার সকালে পথ অবরোধে সামিল হয় এলাকাবাসী। অভিযোগ, যতনবাড়ি থেকে করবুক – শিলাছড়ি যাওয়ার প্রধান সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে আছে।
যার ফলে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিগত কয়েক মাস আগে নতুনবাজার, যতনবাড়ি, করবুকের গাড়ি চালকরা পথ অবরোধে সামিল হয়। করবুক মহকুমার এস ডি এম ও করবুক ডিসিএম পথ অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এবং রাস্তা সংস্কারের আশ্বাস দিলে পথ অবরোধ করতে হয় করে তারা। কিন্তু পরবর্তীতে কাজের কাজ কিছুই হচ্ছে না দেখে অবশেষে আজ সকাল আটটা নাগাদ করবুক মহকুমার বৈরাগী এলাকায় জনগন ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হয়। পথ অবরোধের ফলে যতনবাড়ি করবুক যাওয়া একমাত্র প্রধান সড়কটি আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করবুক ডিসিএম অরজিৎ দেববর্মা। সেখানে গিয়ে বিক্ষোভকারীদের ৫ দিনের মধ্যে যতনবাড়ি – করবুক ও শিলাছড়ি রাস্তার কাজ শুরু করবে বলে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।